স্কুলমাঠে পল্লী বিদ্যুতের খুঁটি, ক্ষুদে শিক্ষার্থীদের মানববন্ধন

টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যালয় মাঠের উপর দিয়ে পল্লী বিদ্যুতের লাইন টানার চেষ্টার প্রতিবাদে ক্ষুদে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2020, 01:51 PM
Updated : 14 March 2020, 01:51 PM

শনিবার সকালে ৭৩ নং ঘুগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কান্তি চক্রবর্তী জানান, ওই বিদ্যালয়ের মাঠে ইতিমধ্যে পল্লীবিদ্যুতের একটি খুঁটি রয়েছে। ওই খুঁটি সরানোর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ পল্লীবিদ্যুতের স্থানীয় অফিসে আবেদন করেছে।

“সম্প্রতি ধামরাই থেকে মির্জাপুরে আসা বিদ্যুৎ লাইনের একটি খুঁটি ওই বিদ্যালয়ের মাঠে স্থাপনের চেষ্টা করা হয়। এর প্রতিবাদে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা শনিবার সকালে বিদ্যালয়ের সামনে উয়ার্শী-বালিয়া সড়কে মানববন্ধন করে।”

এ মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের অনেকেই অংশ নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কান্তি চক্রবর্তী বলেন, কোমলমতি শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করে। বৈদ্যুতিক এসব খুঁটি তাদের জন্য ঝুঁকিপূর্ণ।

তবে এ বিষরে জানতে চাইলে টাঙ্গাইল পল্লী বিদ্যুতের মির্জাপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোরশেদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের কোন সমস্যা করে তারা কোন কাজ করবেন না।