বাগেরহাটে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ৭

বাগেরহাটে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2020, 12:31 PM
Updated : 15 March 2020, 12:00 PM

শনিবার বিকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে পাঁচজনের নাম পরিচয় জানা গেছে।

তারা হলেন মাদারীপুর সদর উপজেলার পূর্বতলা গাজিরা গ্রামের জগদীশ হাওলাদারের ছেলে অপূর্ব হাওলাদার (৩৬), একই জেলার রাজৈর উপজেলার লিয়াকত আলী খালাসীর পাঁচ মাসের মেয়ে লাফিজা আক্তার জান্নাতী, খুলনার হরিণটানা উপজেলার সাচিবুনিয়া গ্রামের ছিরু মিয়ার স্ত্রী রুমি আক্তার (৩৫), বরগুনার তালতলী উপজেলার বথিরপাড়া গ্রামের সগীর খাঁর স্ত্রী হামিদা বেগম (৩০) ও কুষ্টিয়ার খাদা মজুপুর এলাকার মোশারেফ হোসেনের ছেলে আব্বাস উদ্দীন (৪৫)।

বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙায় শনিবার বিকালে মুখোমুখি সংঘর্ষে দুড়মেমুচড়ে বাস ও ট্রাক।

ফকিরহাট থানার ওসি খায়রুল আনাম জানান, এ দুর্ঘটনা পরপর পাঁচজনের মৃত্যু হয়। আহত ১৬ জনকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্য থেকে গুরুতর আহত ১৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে আরো দুই মারা যান বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙায় শনিবার বিকালে মুখোমুখি সংঘর্ষে দুড়মেমুচড়ে বাস ও ট্রাক।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে দুর্ঘটনার বিবরণে ওসি খায়রুল বিকালে বলেছিলেন, শনিবার বিকাল সোয়া ৪টার দিকে খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙায় শনিবার বিকালে মুখোমুখি সংঘর্ষে দুড়মেমুচড়ে বাস ও ট্রাক।

“এতে ঘটনাস্থলে নারীসহ তিনজন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে এক শিশুসহ দুইজন মারা যান।”

বিকালে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাধন কুমার বলেন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আসা আহতদের মধ্যে কয়েকজনকে এরই মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।