সাতক্ষীরায় মহাসড়কে এবার জীবিত নবজাতক উদ্ধার

সাতক্ষীরায় গলা কাটা নবজাতক উদ্ধারের তিনদিনের মধ্যে জীবিত আরেকটি নবজাতক পাওয়া গেছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2020, 12:09 PM
Updated : 14 March 2020, 12:49 PM

শনিবার রাত আড়াইটার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেল ঘাটা শাঁকদহা সেতুর খালপাড় থেকে সদ্য জন্মানো কন্যাশিশুটি উদ্ধার করেন এক অ্যাম্বুলেন্স চালক বলে জানিয়েছে পুলিশ।

শিশুটিকে উদ্ধারকারী সবুজ সরদার সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা বাসস্ট্যান্ড এলাকার সোনাই সরদারের ছেলে।

পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, সবুজ সরদার সাতক্ষীরা সদর হাসপাতালে রোগী পৌছে দিয়ে ফিরছিলেন। এ সময় রাত আড়াইটার দিকে শাঁকদহা সেতুর খালের পাড়ে সদ্য ভূমিষ্ট বাচ্চাটিকে দেখতে পান।

সেখান থেকে কাপড়ে জড়ানো শিশুটিকে উদ্ধার করে নিজের কাছে রেখেছেন স্থানীয় লোকনাথ ক্লিনিকের অ্যাম্বুলেন্স চালক সবুজ বলে জানান তিনি।

“কার সন্তান কে ফেলে রেখে গেছে সেটি জানা যায়নি। তবে শিশুটি সুস্থ্ স্বাভাবিক রয়েছে।”

এদিকে উদ্ধারকারী সবুজ সরদার জানান, তার আট মাসের একটি মেয়ে আছে।

কুড়িয়ে পাওয়া এ শিশুটিকে তার মেয়ের মতই বড় করার ইচ্ছার কথা জানিয়েছেন সবুজ।

এ বিষয়ে ওসি বলেন, সবুজ সরদারের একটি দুধের শিশুর থাকায় মানবিক বিবেচনায় এ নবজাতকটিকেও তার পরিবারের কাছে রাখা হয়েছে।

“এছাড়া যখন শিশুটিকে আনা হয়েছিল তখন শিশুটির অবস্থা বেশ মুমুর্ষ ছিল।”

তবে সবুজ সরদারকে দত্তক নেওয়ার আইনি প্রক্রিয়া জানানো হযেছে। সে মোতাবেক সবুজকে আদালতে আবেদন করতে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

“আদালত আদেশ দিলে শিশুটিকে আইন মোতাবেক গ্রহণ করতে পারবেন সবুজ।”

এর আগে গত বুধবার এই তালা উপজেলার আলাদিপুর উত্তরপাড়া জামে মসজিদের পাশের পুকুর থেকে গলা কাটা একটি নবজাতকের লাশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেছিল পুলিশ।

আইনি প্রক্রিয়া মেনে একটি সাধারণ ডায়েরি করে ওই লাশটি ধর্মীয় রীতিতে সাতক্ষীরা পৌর সরকারি গোরস্থানে দাফন করা হয়। তবে ওই নবজাতকের পরিচয়ও জানতে পারেনি পুলিশ।