পশুর পালসহ মালিক প্রাইভেটকার চাপায় নিহত

চুয়াডাঙ্গায় একটি দ্রুতগতির প্রাইভেটকারের চাপায় রাস্তায় দাঁড়ানো এক যুবক ও তার ১৪টি পশুর মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2020, 07:15 AM
Updated : 14 March 2020, 07:15 AM

শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের হাজরাহাটি মোড়ে এ দূর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান।

নিহত সোনা মিয়া (৩০) চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের শুকুর আলীর ছেলে।

ওসি আবু জিহাদ বলেন, আলমডাঙ্গা থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। হাজরাহাটি মোড়ে পৌঁছলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একদল ভেড়া ও ছাগলের উপর তুলে দেয়।

“এ সময় সেখানে থাকা ওই পশুর পালের মালিক সোনা মিয়া গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই ১১টি ভেড়া ও তিনটি ছাগল মারা যায়।”

ওসি বলেন, আহত সোনা মিয়াকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

“রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় রাত ১১টার দিকে সোনা মিয়ার মৃত্যু হয়।”

দূঘটনা কবলিত গাড়ির চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।