শেরপুরে পানিতে ডুবে, বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2020, 03:30 AM
Updated : 14 March 2020, 03:30 AM

ঝিনাইগাতী থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, শুক্রবার বিকালে এই দুটি ঘটনা ঘটেছে।

এরা হলো ধানশাইল গ্রামের মীর আলীর দেড় বছরের মেয়ে লিমা এবং নলকুড়া ইউনিয়নের মানিককুড়া গ্রামের আশরাফুলের তিন বছরের ছেলে সাবজাতুল। 

ওসি জানান, বিকালে লিমা তাদের বাড়ির ভেতর কুয়ার পানিতে ডুবে যায় সবার অলক্ষ্যে। কিছুক্ষণ পর তার মরদেহ ভেসে ওঠে।

“ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি বলেন, একইদিন বিকালে মানিককুড়া গ্রামের সাবজাতুল বাড়ির পাশে বৈদ্যুতিক সেচের মোটরের তারে জড়িয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় দুটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলে ওসি জানান।