গাড়িতে টিভি চ্যানেলের স্টিকার লাগিয়ে ‘মাদক কারবার’ ধরা

যশোরে স্বনামধন্য এক টেলিভিশন চ্যানেলের স্টিকার লাগানো প্রাইভেট কার থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ-বিয়ারসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2020, 11:42 AM
Updated : 12 March 2020, 11:42 AM

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে যশোর শহরের ঘোপ জেল রোড থেকে প্রাইভেট কারটি আটক করা হয় বলে জানিয়েছে ওই অধিদপ্তরের কর্মকর্তা।

এ ঘটনায় অলিউল্লাহ ও শান্ত নামে দুই জনকে আটক করা হয়েছে। তারা ঢাকার বাড্ডায় থাকেন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর ক-সার্কেলের ইন্সপেক্টার হেলাল উদ্দিন ভুইয়া বলেন, “তারা জানতে পারেন ঢাকার দুই মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকারে ৭১ টেলিভিশনের স্টিকার লাগিয়ে মাদকদ্রব্যের চালান নিয়ে যশোর শহরে একটি অবৈধ স্থানে আসছেন।”

এরপর তাদের একটি টিম শহরের জেলরোডে কুইন্স হসপিটালের সামনে অবস্থান নেয় বলে জানান তিনি।

“দুপুর ১টার দিকে মাদক কারবারীদের গাড়িটি ওইস্থানে পৌছালে গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ২৫ কেসে ৬শ’ ক্যান বিয়ার এবং ১০ কেসে ১২০ বোতল বিদেশি মদ পাওয়া যায়।

“প্রাথমিক জীজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে গ্রেপ্তার এড়াতে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ মিডিয়ার ভুয়া স্টিকার গাড়িতে লাগিয়ে মাদক চোরাচালান করে থাকেন।”

মদের এ চালানকে ‘অবৈধ’ বললেও এসব যশোর শহরের কোথায় নেওয়া হচ্ছিল তা বলেননি এ কর্মকর্তা।