বেনাপোল দিয়ে সাময়িকভাবে ভারত যাওয়া বন্ধ

বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রামণের উদ্বেগের মধ্যে বেনাপোল আন্তর্জাতিক চেক পোস্ট দিয়ে পারাপার সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। তবে আমদানি-রপ্তানির বিষয়ে কিছু বলা হয়নি।  

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2020, 11:19 AM
Updated : 12 March 2020, 11:48 AM

বেনাপোল চেক পোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) মহসিন খান জানান, শনিবার থেকে ভ্রমণেচ্ছুদের ভারত গমন সাময়িক বন্ধ করার ঘোষণা দিয়েছে ভারত।

পরিদর্শক মহসিন খান বলেন, বৃহস্পতিবার ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক চিঠিতে বলেছে, শুক্রবার সন্ধ্যার পর নতুন কোনো পাসপোর্ট যাত্রী তারা গ্রহণ করবে না। যেসব বাংলাদেশি ভারতে আছেন এবং যেসব ভারতীয় বাংলাদেশে আছেন তারা দেশে ফেরত যেতে পারবেন।

বেনাপোল বন্দরের পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ আন্তর্জাতিক চেক পোস্ট দিয়ে যাত্রী গ্রহণ না করা সংক্রান্ত চিঠি দিয়েছে।

“তবে আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে কি চলবে না এমন কোনো চিঠি আমরা পাইনি। যদি এরকম কোনো নির্দেশনা আসে পরে সিদ্ধান্ত জানানো হবে।”

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কয়েকটি বিশেষ ক্যাটাগরির বাইরে বিশ্বের সব দেশের নাগরিকদের ভিসা স্থগিত করেছে ভারত সরকার।

বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ১৩ মার্চ রাত ১২টায় শুরু হয়ে এই স্থগিতাদেশ ১৫ এপ্রিল পর্যন্ত থাকবে।

তবে কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রকল্প ভিসা এই আদেশের বাইরে থাকবে বলে জানিয়েছে দেশটি।