বাগেরহাটে এক পরিবারের ১২ রোহিঙ্গা আটক

বাগেরহাটে নারী-শিশুসহ ১২ জন রোহিঙ্গাকে সন্দেভাজন ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়েছে; যারা সবাই এক পরিবারের সদস্য।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2020, 07:59 AM
Updated : 12 March 2020, 07:59 AM

জেলার পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, বুধবার রাতে মোংলা বন্দরের দিগরাজ বাজার মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের একজনের নাম মো. জাবেদ।

জাবেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা মিয়ানমারের নাগরিক। সোমবার ভারতের কলকাতা হয়ে বাংলাদেশে ঢুকেছেন। মোংলা বন্দরের নদীপথ দিয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে সহজে যাওয়া যায় শুনে তারা এখানে এসেছেন।

তবে তারা কবে কোথা থেকে ভারতে গিয়েছিলেন সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

আটক রোহিঙ্গাদের মধ্যে অন্য দুইজন হলেন জাবেদের স্ত্রী নূর বেগম (৩০) ও জাবেদের বোন ফাতেমা (৩৩)।

অন্য নয়জন শিশু। তাদের বয়স দুই থেকে ১৩ বছর।

জাবেদ জানান, শিশুদের মধ্যে চারজন তার সন্তান। আর পাঁচজন তার বোন ফাতেমার ছেলেমেয়ে।

পুলিশ সুপার বলেন, স্থানীয় লোকজন তাদের সন্দেহভাজন ঘোরাঘুরি করতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের মোংলা থানায় নিয়ে যায়। তারা কিভাবে এখানে এসেছে তা জানার চেষ্টা করা হচ্ছে। তাদের কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।