রংপুরের সাবেক সাংসদ রহিম উদ্দিন ভরসা নেই

রংপুরের সাবেক সংসদ সদস্য রহিম উদ্দিন ভরসা মারা গেছেন।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2020, 10:28 AM
Updated : 11 March 2020, 11:17 AM

বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার ছোট ভাইয়ের ছেলে কামরুল ভরসা। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
রহিম উদ্দিন ভরসা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন বলে কামরুল জানান।

কামরুল ভরসা জানান, তার চাচা জিয়াউর রহমানের জীবদ্দশায় বিএনপিতে যোগ দিয়ে তৎকালীন রংপুর-১০ (বর্তমান রংপুর-৪) আসন থেকে ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। এরপর ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০০৮ সালের নবম জাতীয় নির্বাচনে রংপুর-৪ আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচন করে পরাজিত হন।

তিনি রংপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং রংপুরের স্থানীয় পত্রিকা দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা প্রকাশক।

রহিম উদ্দিন ভরসা ১৯৩৪ সালে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে জন্মগ্রহণ করেন।