সাতক্ষীরার সীমান্তে ৯টি স্বর্ণের বারসহ যুবক আটক

‘ভারতে পাচারের’ সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে নয়টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2020, 03:55 PM
Updated : 10 March 2020, 03:55 PM

মঙ্গলবার বিকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের রওশনের মোড় থেকে তাকে আটক করা হয় বলে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান।

আটক মো. মিলন মিয়া (২৮) কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের ওহাব আলীর ছেলে।

কর্নেল মহিউদ্দীন জানান, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে সংবাদ পেয়ে কাকডাঙ্গা বিওপি কমান্ডার হাবিলদার শহিদুল ইসলাম এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালায়।

“এ সময় সেখান থেকে চোরাকারবারী মিলন মিয়াকে আটক করা হয়। তার জুতার তলায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নয়টি স্বর্ণের বার উদ্ধার হয়।”

তিনি জানান, উদ্ধার স্বর্ণের বারের ওজন এক কেজি ১৪৭.৫ গ্রাম; যার বাজার মূল্য ৫৬ লাখ ৭ হাজার ৩৭৫ টাকা।

আটক মিলন মিয়াকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধার স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।