ফরিদপুরে পানি সংকটে বোরো চাষ কমে অর্ধেক

ফরিদপুরে ভূগর্ভের পানির স্তর নিচে নেমে যাওয়ায় গত ১০ বছরে বোরো আবাদ প্রায় অর্ধেক কমে গেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2020, 06:35 AM
Updated : 10 March 2020, 06:35 AM

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী জানান, এ জেলার ২০১০ সালে যেখানে বোরো আবাদ হয়েছিল ৩৮ হাজার হেক্টরে, সেখানে চলতি বছর হয়েছে মাত্র ২১ হাজার ৪০০ হেক্টরে। ১০ বছর ধরে ধারাবাহিকভাবে কমেছে।

কৃষি কর্মকর্তা বলেন, ২০১১ সালে আবাদ হয়েছিল ৩৬ হাজার হেক্টরে। পরের বছর তা নেমে আসে ২৮ হাজার ৮৯৫ হেক্টরে। এভাবে ধীরে ধীরে কমে এসেছে।

“শুষ্ক মৌসুমে চাষ করতে গেলে সম্পূর্ণ সেচের পানির ওপর নির্ভর করতে হয়। কিন্তু দিন দিন পানির স্তর নেমে যাচ্ছে। এতে অনেক সময় পানি ওঠে না। আবার অনেক সময় ধীরে ওঠে বলে ফলন খারাপ হয়। আবার ব্যয়ও বাড়ে।”

চাষিরা জানান, কয়েক বছর আগে এক ঘণ্টায় যে পরিমাণ পানি তোলা যেত, এখন তা তিন ঘণ্টায়ও ওঠে না। তাছাড়া এ মৌসুমে গম ও মুশুর চাষ বেশি লাভজনক বলে তারা জানান।