স্বামীর সঙ্গে কলহ: ফেনীতে দগ্ধ গৃহবধূর মৃত্যু

ফেনীর দাগনভূঞায় অগ্নিদগ্ধ এক গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2020, 04:56 AM
Updated : 10 March 2020, 05:11 AM

ওই গৃহবধূ স্বামীর সঙ্গে কলহের জেরে শরীরে আগুন দিয়েছিলেন বলে স্থানীয় এক ইউপি সদস্যের ভাষ্য।

দাগনভূঞা থানার ওসি মো. আসলাম শিকদার জানান, সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় শারমীন আক্তার (৩২) নামে ওই নারীর মৃত্যু হয়।

শারমীন দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের বৈঠারপাড় গ্রামের মুজা মিয়া বাড়ির প্রবাসী ইসমাইল হোসেন রতনের স্ত্রী।

নিহতের শ্বশুর বাড়ির লোকজনের বরাতে পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ রায়হান সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে প্রবাস ফেরত স্বামী ইসমাইল হোসেন রতনের সঙ্গে শারমীনের কথা কাটাকাটি হয়।

“পরে স্বামীর সঙ্গে অভিমান করে শারমীন শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

শারমীনের দশ বছরের একটি ছেলে সন্তান রয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

ওসি বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।