খুলনা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রের করোনাভাইরাস ‘নেই’

হাসপাতালে আসা খুলনা বিশ্ববিদ্যালয়ের এক বিদেশি শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত নন বলে চিকিৎসক জানিয়েছেন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2020, 12:18 PM
Updated : 9 March 2020, 12:18 PM

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এ টি এম মনজুর মোর্শেদ জানান, সোমবার সকালে হাসপাতালে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

মনজুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সর্দি ও জ্বর নিয়ে সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই শিক্ষার্থী।

“তাকে করোনা ইউনিটে ভর্তি করার পর পরীক্ষা-নিরীক্ষা করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাকে নিজ কক্ষে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।”

খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর হোসেন বলেন, ওই শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রথম বর্ষের ছাত্র। সে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকে। 

রেজিস্ট্রার বলেন, শনিবার নেপালি নাগরিক এই ছাত্র দিনাজপুরের কাবাডভিটা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এবং বিশ্ববিদ্যালয়ে আসেন। তার জ্বর ও কাশি ছিল। তাই সতর্কতা হিসেবে তাকে হাসপাতালে পাঠানো হয়।