কুষ্টিয়ায় আখড়াবাড়ীতে লালন স্মরণোৎসব শুরু

প্রতিবছরের মতো এবারও দোল পূর্ণিমাকে ঘিরে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়ীতে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2020, 06:21 PM
Updated : 8 March 2020, 06:21 PM

ফকির লালন শাহ-এর ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ পঙক্তিকে প্রতিপাদ্য করে রোববার রাতে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

লালন একাডেমির মূল মঞ্চে আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান।

আলোচনা শেষে মূল মঞ্চে একাডেমির শিল্পীরা লালন ফকিরের গান পরিবেশন করেন।

এবার আখড়াবাড়িতে লালনের নতুন একটি মূর‌্যাল ও একতারা স্থাপন করা হয়েছে।

ফকির লালন শাহ তার জীবদ্দশায় ছেঁউড়িয়ার এই আখড়াবাড়িতে প্রতি বছর চৈত্রের দোল পূর্ণিমার রাতে বাউলদের নিয়ে সাধুসঙ্গ উৎসব করতেন।

১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার মৃত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছে তার অনুসারীরা। এবারও সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি এ লালন স্মরণোৎসবের আয়োজন করেছে।

ইতিমধ্যে দেশ-বিদেশের হাজার হাজার লালন অনুসারী, ভক্ত আর দর্শনার্থীরা আখড়াবাড়িতে অবস্থান নিয়েছে। অন্যদিকে, আখড়াবাড়ী চত্বরে কালী নদীর তীরে মাঠে জমে উঠেছে লালন মেলা। উৎসবকে নির্বিঘ্ন করতে সিসি টিভি, ওয়াচ টাওয়ারসহ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

লালন উৎসব শেষ হবে আগামী ১০ মার্চ রাতে।