কুড়িগ্রামে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার ১৩

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলার পরোয়ানায় কুড়িগ্রামে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2020, 05:54 PM
Updated : 8 March 2020, 05:54 PM

শনিবার উলিপুর থেকে ১২ ও রাজারহাট উপজেলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তারি পরোয়ানায় তাদের আটক করা হয়েছে। তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হবে।

উলিপুরের হাতিয়া গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন উলিপুরের হাতিয়া ভবেশ ওলামাগঞ্জ গ্রামের মাওলানা আকবর আলী (৯০), গোড়াই কল্যাণ গ্রামের আব্দুর রহমান (৬২), গোড়াই গ্রামের নুরুল ইসলাম (৬৯), গোড়াই কল্যাণপাড়ার সোলায়মান আলী (৭০), গোড়াই কল্যাণ হাজীপাড়ার ওছমান আলী (৭০), শ্যামপুরের ইসমাইল হোসেন (৬২), গোড়াই মাষ্টারপাড়ার আব্দুর রহিম (৬৪), গোড়াই মিয়াজীপাড়ার আব্দুল কাদের (৬২), মালতিবাড়ি দিগরে শেখ মফিজল হক, অনন্তপুর ডোবারপাড়ার মাওলানা সাইদুর রহমান (৭০), অনন্তপুর সরকারপাড়ার শাহজাহান আলী (৭০), শ্যামপুর গ্রামের ইছাহাক আলী (৮০) ও রাজারহাট উপজেলার বালাকান্দি উত্তর নলকাটা গ্রামের মকবুল হোসেন ওরফে মকবুল দেওয়ানী (৭০)।