সিলেটে দুবাই ফেরত যুবক ‘করোনা আক্রান্ত নন’

সিলেটে হাসপাতালে ভর্তি হওয়া দুবাই ফেরত সেই যুবক করোনাভাইরাস আক্রান্ত নন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2020, 03:26 PM
Updated : 8 March 2020, 03:37 PM

রোববার কানাইঘাটের সেই যুবকের রক্ত পরীক্ষার রিপোর্ট সিলেটে এসেছে পৌঁছেছে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

ওই যুবক (৩২) কানাইঘাট উপজেলার বাসিন্দা।

তিনি বলেন, “করোনা আক্রান্ত সন্দেহে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নেওয়া যুবকের রক্ত পরীক্ষার রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে।

“তার রিপোর্ট নেগেটিভ, অর্থাৎ তার শরীরে কোন করোনাভাইরাস বিদ্যমান নেই।”

একটি বোর্ড গঠন করে দ্রুত তার রিলিজের ব্যবস্থা করা হবে বলেও জানান সিভিল সার্জন। 

বুধবার রাতে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ ভর্তি হন দুবাই ফেরত যুবক।

বৃহস্পতিবার তার রক্ত পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছিল।

তবে রোববারই তিন বাংলাদেশি যুবক এ রোগে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেছে আইইডিসিআর। তাদের দুইজন সম্প্রতি ইতালি থেকে দেশে ফেরেন। অপরজন তাদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে।