চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2020, 02:37 PM
Updated : 8 March 2020, 02:37 PM

আন্তর্জাতিক নারী দিবসে রোববার চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ রায়ে তাকে এক লাখ টাকা জরিমানা করেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনজীবী।

জরিমানা না দিলে আরও এক বছর সাজা খাটার কথাও বলা হয়েছে রায়ে।

সাজাপ্রাপ্ত মাসুদ রানা জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ভাটটোলা গ্রামের বাহার আলীর ছেলে।

জেলার অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, ১১ জনের সাক্ষ গ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় দেয়।

২০১৭ সালের ৩০ ডিসেম্বর দাম্পত্য কলহের জেরে মধ্যরাতে স্ত্রী সায়মা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার এ রায় ঘোসণার সময় মাসুদ আদালতে উপস্থিত ছিলেন।

হত্যাকাণ্ডের পরদিন ৩১ ডিসেম্বর সকালে মাসুদ রানার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিহতের মা সেতারা বেগম বাদী হয়ে মামলা করেন।

২০১৮ সালের ২৩ মার্চ তদন্ত শেষে মাসুদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহতাব আলী।