বর-কনেসহ নৌকা ডুবি: আরও ২ লাশ উদ্ধার

রাজশাহীতে পদ্মায় বর-কনেসহ দুটি নৌকা ডুবির ঘটনায় আরও দুইজনের লাশ পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন কনে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2020, 09:56 AM
Updated : 8 March 2020, 11:45 AM

রাজশাহী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, রোববার বেলা ১টা থেকে ২টার মধ্যে এই দুইজনের লাশ পান তারা।

তারা হলেন নিখোঁজ কনের খালা আঁখি খাতুন (২৫) ও কনের ফুপাত বোন রুবাইয়া খাতুন স্বর্ণা (১২)। স্বর্ণা রাজশাহীর পবা উপজেলার আলীগঞ্জ মোল্লাপাড়ার রবিউল ইসলাম রবির মেয়ে।

এই নিয়ে এ ঘটনায় মোট আটজনের মৃত্যু হল। এখনও নিখোঁজ রয়েছেন কনে সুইটি খাতুন পূর্ণি (২০)। পবা উপজেলার ডাইঙ্গেরহাট গ্রামের শাহীন আলী মেয়ে তিনি।

এছাড়া আরও পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পবা উপজেলার চরখিদিরপুর এলাকায় পদ্মায় ৩৬ জন যাত্রী নিয়ে দুটি নৌকা ডুবে যায়। একই উপজেলার চরখানপুরে বরের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান শেষে বর-কনেসহ কনের বাড়িতে যাচ্ছিলেন তারা।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুর রউফ বলেন, নিখোঁজ কনের খোঁজ না পাওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে।