মুজিববর্ষ উপলক্ষ্যে গাইবান্ধায় শিল্পকর্ম প্রদর্শনী শুরু

মুজিববর্ষ উপলক্ষ্যে গাইবান্ধায় বাংলাদেশ ও ভারতীয় শিল্পীদের ১১ দিনব্যাপী একটি যৌথ শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2020, 04:43 PM
Updated : 7 March 2020, 04:43 PM

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি শনিবার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘সম্প্রীতির সুষমা’ শিরোনামের এই প্রদর্শনী উদ্বোধন করেন।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় প্রদর্শনীর আয়োজন করে ‘চিত্রকল্প’ নামে ঢাকার চারু শিল্পীদের একটি সংগঠন। 

আয়োজকরা জানান, এই চিত্র প্রদর্শনীতে ভারতের আট জন ও বাংলাদেশের ১২ জন শিল্পীর জলরং, তেল রং, এক্রিলিক, মিশ্র ও কাগজ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, স্বাধীনতা যুদ্ধ ও প্রকৃতি পরিবেশ নিয়ে আঁকা চিত্র প্রদর্শিত হবে।

উদ্বোধন শেষে শিল্পী শাহ মাইনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জেলা প্রশাসক আবদুল মতিন, জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, এস কে এস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহমেদ লিটন, ভারতের কুচবিহারের দিনহাটার উত্তর বাংলা চারুকলা সোসাইটির সেক্রেটারি রতীন্দ্র নাথ সাহা, চিত্রকল্পের আহবায়ক মেহেদী হাসান প্রমুখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিরিন আকতার।

চিত্র প্রদর্শনী উপলক্ষ্যে পাবলিক লাইব্রেরি চত্বরে দুপুরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশে শিল্পীরা অংশগ্রহণ করেন।