সাতক্ষীরায় ১২টি সোনার বারসহ চোরাকারবারীকে আটক

সাতক্ষীরায় এক চোরাকারবারীকে আটক এবং তার বাড়ি থেকে ১২টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2020, 12:39 PM
Updated : 6 March 2020, 12:39 PM

শুক্রবার সকালে সীমান্তবর্তী কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রাম থেকে কালো টেপে মোড়ানো এক কেজি ৮৫০ গ্রাম ওজনের ১২টি সোনার বার দুই দফা উদ্ধার করা হয়েছে।

আটক মোহাম্মদ কামরুজ্জামান ওরফে বুদু (৩৫) কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের আবুল হোসেনের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার সাংবাদিকদের জানান, কেঁড়াগাছি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে খবর পেয়ে বুদুর বাড়িতে অভিযান চালান তারা।

“এ সময় সেখান থেকে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারী বুদুকে হাতে নাতে আটক করা হয়।”

দুপুরে তার বাড়ি থেকে বিজিবির অপর একটি টহলদল আরও দুইটি স্বর্ণের বার জব্দ করে বলে জানান তিনি।