বগুড়ায় আধিপত্য নিয়ে আ.লীগের দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থান

বগুড়ার ধুনটে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর পাল্টাপাল্টি কর্মসূচি নেওয়ায় উত্তজনা দেখা দিয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2020, 05:57 PM
Updated : 5 March 2020, 05:57 PM

বৃহস্পতিবার দুপুরে হামলা ও মামলার প্রতিবাদে টিআই নুরুন্নবী তারিক গ্রুপ সমাবেশের ডাকায় তাদের বিরোধী পক্ষ সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনসহ অন্যরা পাল্টা অবস্থান নেন।

আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, গত ২ মার্চ সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম রেজাকে মারধর করায় দলের উপজেলার সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামের অফিসে হামলা চালিয়ে পাল্টা মারধর করা হয়।

আহত ওই দুজনই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, দুই গ্রুপের দুইটি মামলা রেকর্ড করা হয়েছে।

“সেলিম রেজা বাদী হয়ে সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে আর শরিফুল ইসলাম বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফ ইকবাল সনি এবং সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।”

এ ঘটনার জেরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআই নুরুন্নবী তারিক বৃহস্পতিবার শহীদ মিনার এলাকায় প্রতিবাদ সমাবেশের ডাক দেন। অন্যদিকে অপর গ্রুপ দলীয় কার্যালয়ে অবস্থান নেন।

পরিস্থিতি সামাল দিতে অবস্থান নেয় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, শান্তিশৃঙ্খলা রক্ষার্থে দুই গ্রুপকেই সতর্ক করে দেওয়া হয়েছিল।