৩৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি করা সম্ভব নয়: দীপু মনি

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে ৩৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে একা নজরদারি করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2020, 05:27 PM
Updated : 5 March 2020, 05:27 PM

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে একথা বলেন তিনি।

মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত দেশের শিক্ষা তদারকি করে থাকে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে দেশে বর্তমানে ৩৩ হাজার মাধ্যমিক স্কুল রয়েছে।

নবম ও দশম শ্রেণি থেকে প্রচলিত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ তুলে দেওয়ার কথা বলতে গিয়ে

তিনি বলেন, “নোটবই গাইড বই যেগুলো চলার কথা নয়, সেগুলো আর থাকবে না। এগুলো কেনার জন্য কোন শিক্ষার্থীকে চাপ প্রয়োগ করা যাবে না।

“তবে ৩৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে নজরদারী করা সম্ভব নয়।”

একাজের জন্য গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন মন্ত্রী।

নোটবই গাইড বই বিরোধী অবস্থান নিলেও সারা বিশ্বের মত সহায়ক বই থাকার ব্যাপারে মন্ত্রীর কোন আপত্তি নাই।

এর আগে দীপু মনি বলেন, নতুন যে কারিকুলাম হচ্ছে দশম শ্রেণি পর্যন্ত ভিন্ন কোনো বিভাগ থাকবে না।

প্রধানমন্ত্রী নির্দেশনার কথা তুলে মন্ত্রী বলেন, সে অনুয়ায়ী কারিকুলাম পরিমার্জন কাজ চলছে।

শিক্ষা আইন হলেই নোটবইসহ এসব নিয়ে আর কোন প্রশ্ন থাকবে না বলে আশা করছেন শিক্ষামন্ত্রী।