কুষ্টিয়ায় চাচা হত্যার দায়ে ভাতিজার প্রাণদণ্ড

কুষ্টিয়ার কুমারখালীতে পাঁচ বছর আগে মুন্সী রবিউল ইসলাম নামে এক স্কুল শিক্ষককে হত্যার দায়ে তার ভাতিজা সোহাগকে মৃত্যুদণ্ড এবং তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2020, 08:12 AM
Updated : 5 March 2020, 08:12 AM

বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা ও জায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুন্সী মো. সোহাগ (৫৫) কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রামের মুন্সী রেজাউল করীমের ছেলে।  

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো. রাজু আহমেদ (৩৫), কোমরকান্দি গ্রামের ইয়াকুব আলীর ছেলে রুবেল (৩০) ও দুর্গাপুর গ্রামের হাতেম শেখের ছেলে আজাদ (৪০)।

সাজার পাশাপাশি প্রত্যেক আসামিকে বিচারক ২০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছে। অনাদায়ে আরও ১বছরের সাজা খাটতে হবে।

মামলার বিবরণে বলা হয়, কুমারখালী উপজেলার হোগলা মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী রবিউল ইসলামের সঙ্গে নিহতের আপন ভায়ের ছেলে মুন্সী মো. সোহাগের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০১৫ সালের ২৪ জানুয়ারি রাতে রবিউলকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় নিহতের মা হাওয়া খাতুন বাদী হয়ে কুমারখালী থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০১৬ সালের ৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।