দুবাই ফেরত যুবক সর্দি-কাশি নিয়ে সিলেটের হাসপাতালে

দুবাই ফেরত এক ব্যক্তি জ্বর-সর্দি-কাশি নিয়ে সিলেটের হাসপাতালে ভর্তি হয়েছেন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2020, 07:50 AM
Updated : 5 March 2020, 07:50 AM

সিলেটের সরকারি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক সুশান্ত কুমার মহাপাত্র জানান, বুধবার রাতে তাকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

৩২ বছর বয়সী এই ব্যক্তি গত ২৯ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে আসেন। সিলেটের কানাইঘাট উপজেলার সুতারগ্রাম এলাকায় তার বাড়ি।

চিকিৎসক সুশান্ত বলেন, ওই ব্যক্তি বুধবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাকে ওসমানী হাসপাতালে যেতে বলা হয়। রাত ১১টার দিকে তাকে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা দেখেন।

“তিনি জ্বর ও সর্দি-কাশিতে ভুগছেন। এছাড়া বমিও হয়েছে তার। তিনি যেসব সমস্যার কথা বলেছেন, তা করোনাভাইরাসে আক্রান্ত রোগীর লক্ষ্মণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

তাকে চিকিৎসকরা ঢাকায় যেতে বললেও তিনি তাতে রাজি হননি বলে বলে চিকিৎসকরা জানান।

চিকিৎসক সুশান্ত বলেন, জেলা প্রশাসনের পরামর্শে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়। তাকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার সঙ্গে শুধু তার বৃদ্ধা মা রয়েছেন।

রোগীর রক্ত, কফসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানান চিকিৎসক সুশান্ত কুমার মহাপাত্র।