বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ কুকুর উপহার দিল ভারত

বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত আরও দশটি কুকুর উপহার দিয়েছে ভারত।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2020, 10:44 AM
Updated : 4 March 2020, 11:02 AM

বুধবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে কুকুরগুলো এপারে আনা হয়।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়।

“পরে বেলা সাড়ে ১১টায় চাসাড়া সেনানিবাসের কর্নেল আর কে সাজেদ বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমানের কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কুকুরগুলো হস্তান্তর করেন।”

এ নিয়ে দ্বিতীয় চালানের ১০টি কুকুর বাংলাদেশে এল। এর আগে গত বছরের ৭ ডিসেম্বর প্রথম চালানের দশটি কুকুর এসেছিল বলে জানান বিজিবির এ কর্মকর্তা। 

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান বলেন, “এই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী শনাক্ত করতে সক্ষম।”