বিকালে জামিনে বের হয়ে রাতে বাবাকে খুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাদকাসক্ত এক যুবক জেল থেকে ছাড়া পাওয়ার কয়েক ঘণ্টার মাথায় স্ত্রীর সহায়তায় বাবাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2020, 09:57 AM
Updated : 4 March 2020, 12:13 PM

নিহত নুরুল হকের (৬৫) বাড়ি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামে।

মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান বলেন, “মঙ্গলবার বিকালে নুরুলের মাদকাসক্ত ছেলে লাভলু (৩০) জেল থেকে বেরিয়ে বাড়ি ফেরার পর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটান বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।” 

এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে নুরুলের ছেলের বউ রোকেয়া আক্তারকে আটক করেছে পুলিশ।

ঘটনার বর্ণনায় ওসি সায়েদুর বলেন, “লাভলু জেল থেকে জামিনে বেরিয়ে বাসায় ফিরে তার বাবাকে জানান, তাকে ছাড়াতে স্ত্রী রোকেয়ার ২০ হাজার টাকা খরচ হয়েছে। পরে এ টাকা পরিশোধ করতে বাবাকে চাপ দেন লাভলু। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। 

“একপর্যায়ে লাভলু ও তার স্ত্রী মিলে নুরুলকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান।”

এ ঘটনায় নিহতের ভাই আইয়ুব আলী বাদী হয়ে দুইজনকে আসমি করে থানায় মামলা করেছেন জানিয়ে ওসি বলেন, “ঘটনার হোতা লাভলু পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।”

লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।