ফরিদপুরে শিলাবৃষ্টিতে পেঁয়াজের ব্যাপক ক্ষতি

ফরিদপুরের হঠাৎ শিলাবৃষ্টিতে পেঁয়াজ, মসুর, সরিষাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2020, 03:46 PM
Updated : 3 March 2020, 03:46 PM

মঙ্গলবার ভোরে হঠাৎ করে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ১৫ মিনিটের শিলাবৃষ্টিতে জেলার শতাধিক গ্রামে আবাদি ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

গত বছর পেঁয়াজ চাষিরা পেঁয়াজের মূল্য কম পাওয়ায় এবার তা পুষিয়ে নিতে পেঁয়াজের আবাদ শুরু করেছিল। এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছিল।

আর মাত্র ১২/১৫ দিন পর পেঁয়াজ ঘরে তুলতে পারত তারা। এই শিলাবৃষ্টিতে কৃষকরা বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়ল।  

ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী জানান, জেলার নগরকান্দা ও সালথা উপজেলাতে প্রাথমিক তথ্যমতে ৫০-৬০ হেক্টর জমির হালি পেঁয়াজের ক্ষতি হয়েছে। এছাড়াও জেলার অন্য উপজেলাতেও বেশ কিছু পেঁয়াজ, মসুরসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।

নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামের কৃষক আলমগীর মোল্যা বলেন, শিলাবৃষ্টিতে তার সাড়ে তিন বিঘা জমির পেঁয়াজ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এতে তার প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

শহীদনগর ইউনিয়নের আরেক কৃষক ওবায়দুর বলেন, তার দানা পেঁয়াজ ও চারার পেঁয়াজের আবাদ সম্পূর্ণ বিনষ্ট হয়েছে।

নগরকান্দা পৌরসভার কৃষক নজির মাতুব্বর বলেন, “আমার তিন বিঘা জমির মুসুর, কলাই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।