রাবিতে শৌচাগারে ছাত্রীর ‘গোপন ভিডিও’, যুবক গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি শৌচাগারে এক ছাত্রীর গোপন ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে প্রশাসন।  

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2020, 12:35 PM
Updated : 3 March 2020, 12:35 PM

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনে এ ঘটনা ঘটে বলে মতিহার থানার ওসি এসএম মাসুদ মারভেজ জানান।  

মঙ্গলবার সকালে রাজশাহী নগরীর মতিহার থানায় ওই ছাত্রী নিজে বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেছেন।

বকের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটক দেওয়ান মোহাম্মদ রায়হান উদ্দীনের (২৭) বাড়ি নওগাঁয় বলে প্রক্টরকে জানিয়েছেন।

মামলার উদ্ধৃতি দিয়ে মতিহার থানার ওসি এসএম মাসুদ মারভেজ বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের তৃতীয় তলায় শৌচাগারে গেলে গোপনে তার ভিডিও ধারণ করেন রায়হান। বের হওয়ার পর বিষয়টি বুঝতে পারেন ওই শিক্ষার্থী।

“তাৎক্ষণিকভাবে তিনি ঘটনাটি তার বন্ধুদের জানালে তারা গিয়ে ওই যুবককে মারধর করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে পুলিশে দেন।”

মঙ্গলবার বিকালে ওই শিক্ষার্থীর করা পর্নগ্রাফি আইনের মামলায় ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. লুৎফর রহমান বলেন, “রাতেই ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে পুলিশে দিয়েছি। ওই যুবক বহিরাগত। তবে সে আমাদের কাছে নিজেকে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১০-১১ সেশনের ছাত্র দাবি করেছে। তার বাড়ি নওগাঁয়।”