মোদীকে যথাযথ সম্মান জানাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন বাংলাদেশ সফর নিয়ে নানা আলোচনা সমালোচনা চলার মধ্যে তাকে যথাযথ সম্মান জানানোর কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2020, 12:14 PM
Updated : 3 March 2020, 12:14 PM

মঙ্গলবার দুপুরে সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা বলেন। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর রাষ্ট্রীয় অনুষ্ঠান উপলক্ষ্যে নরেন্দ্র মোদী বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৭ মার্চ ঢাকায় আসছেন।

বিএনপিসহ বিভিন্ন দল তার এই সফরের সমালোচনা করে আসছে।

এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা মোদীর সফরের বিরোধিতা করছে, এটা তাদের ব্যাপার; তবে নরেন্দ্র মোদীকে বাংলাদেশ যথাযত সম্মান জানাবে।”

বিএনপি ও ইসলামি দলগুলোর অবস্থান প্রসঙ্গে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “গণতান্ত্রিক দেশে সকলের মতামত জানানোর অধিকার আছে। তবে আমাদের স্বাধীনতার বন্ধুরাষ্ট্রের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মাননাই জানাবে সরকার।” 

বাঙালি বরাবরই অতিথি পরায়ন, তাই অতিথিকে সম্মান জানাবে এদেশের সাধারণ মানুষ, বলেন মন্ত্রী মোমেন। 

দুপুরে সিলেটের খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্ধোধন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফসর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।