বাগেরহাটে স্কুলছাত্রী ধর্ষণে দম্পতিসহ ৩ জনের যাবজ্জীবন

বাগেরহাটে এক যুগ আগে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক দম্পতিসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2020, 11:12 AM
Updated : 3 March 2020, 11:12 AM

মঙ্গলবার বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক এস এম সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

এরা হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার উদানখালী গ্রামের জোনাব আলীর ছেলে আজিবর রহমান (৫০), তার স্ত্রী জাহানারা বেগম (৪৩) ও সদর উপজেলার বাদোখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে ইউসুফ আলী (৫২)।

যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাদের এক লাখ টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন।রায় ঘোষণার সময় তারা আদলতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান খান জানান, ২০০৭ সালের ৭ জুলাই কচুয়া উপজেলার উদানখালী গ্রামের ভিক্ষুকের মেয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ভাত খাওয়নোর কথা বলে আজিবর রহমান তার বাড়িতে ডেকে নিয়ে যান।

পরে স্ত্রীর সহায়তায় আজিবর এবং ইউসুফ পালাক্রমে শিশুটিকে ধর্ষণ করে।পরে মেয়েটি বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি জানায়।

এ ঘটনায় মেয়েটির মামা বাদী হয়ে কচুয়া থানায় তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

তদন্ত শেষে কচুয়া থানার তৎকালীন ওসি মামলার তদন্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ২০০৭ সালের ২৭ নভেম্বর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার শুরু হয়।