নওগাঁয় সিঙ্গাপুরফেরত যুবক হাসপাতালে ভর্তি

বিশ্বব্যাপী করোনাভাইরাসের উদ্বেগের মধ্যে সিঙ্গাপুর থেকে আসা নওগাঁর এক যুবক জ্বর ও ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2020, 05:27 PM
Updated : 2 March 2020, 06:15 PM

সোমবার সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলার এই যুবককে (২৮) নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মুনির আলী আকন্দ বলেন, শরীরে জ্বর থাকার কারণে এবং সিংগাপুরফেরত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“এই হাসপাতালে করোনাভাইরাস নিয়ন্ত্রণ এবং পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় এই রোগীকে আজ একা একটি ওয়ার্ডে রাখা হয়েছে। তবে হাসপাতালে আসার পরে তার জ্বর কমেছে।”

সিংগাপুর থেকে আসার পর জ্বর ও গায়ে ব্যথা থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে এই চিকিৎসক বলেন, আগামীকাল মঙ্গলবার পরামর্শ করে রোগীর চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।

রোগীর স্বজনরা বলেছেন, গত বৃহস্পতিবার এই যুবক সিংগাপুর থেকে বাড়ি ফিরে আসেন। তারপর থেকে জ্বর ভালো না হওয়ায় ডাক্তারের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করেন।