বরিশাল নগরীতে পুড়েছে বস্তির ২৫ ঘর

বরিশাল নগরীতে অগ্নিকাণ্ডে একটি বস্তির অন্তত ২৫টি কাঁচা ঘর পুড়ে গেছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2020, 11:17 AM
Updated : 2 March 2020, 11:17 AM

সোমবার দুপুরে বটতলা নব আদর্শ বিদ্যালয় সংলগ্ন শরীফ বাড়ি কলোনিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক ফারুক হোসেন সিকদার জানান, দুপুর সোয়া ২টার দিকে শরীফ বাড়ি কলোনিতে আগুন লাগে।

“ঘরগুলো পাশাপাশি এবং কাঠ, বাঁশ ও টিনের তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এলাকাবাসীও এগিয়ে আসে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”

তিনি বলেন, কলোনির একটি ঘর থেকে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।