নওগাঁয় পুলিশের সহায়তায় তিন শিশু ফিরল বাবা-মার কাছে

নওগাঁর আত্রাই থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া তিন শিশুকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তাদের বাবা-মা।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2020, 11:05 AM
Updated : 2 March 2020, 11:05 AM

ওই তিন শিশু হলো, রাজশাহীর বাগমাড়া উপজেলার বীরকয়া গ্রামের মান্নান মন্ডলের ছেলে শিহাব (১০), একই গ্রামের আলতাব হোসেনের ছেলে আসিব হোসেন (১২) ও আশরাফ হোসেনের ছেলে মাহফুজ (১৩)।

রোবার রাতে আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন ওই তিন শিশুকে তাদের বাবা-মায়ের হাতে তুলে দেন।

আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন জানান, রোববার রাতে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ছোট্ট তিন শিশুকে আত্রাই থানার ডিএসবি নুরুল ইসলাম দেখতে পেয়ে তাদের ডাক দেন।

এ সময় পরিচয় জিজ্ঞাসা করলে তারা কান্নাকাটি শুরু করে। ঘুরতে ঘুরতে সেখানে চলে আসার কথা জানালে তাদের থানায় নিয়ে আসেন তিনি।

ওসি মোসলেম বলেন, থানায় এনে তাদের পরিবারকে খবর পাঠানো হয়। মধ্যরাতেই তাদের বাবা-মার কাছে তুলে দেওয়া হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।