খুলনায় হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

খুলনা জেলার কয়রায় প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাদিউজ্জামান রাসেল (২৮) মারা গেছেন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2020, 10:13 AM
Updated : 2 March 2020, 10:13 AM

সোমবার ভোর ৬টা ১০ মিনিটে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় কোনো মামলা হয়নি উল্লেখ করে কয়রা থানার ওসি রবিউল হোসেন বলেন, ঘটনার পর ঘটনাস্থাল থেকে তুহিন হোসেন ও মিলন নামে দুইজনকে আটক করা হয়েছে।

খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আবু সাঈদ খান জানান, রোববার বিকালে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন কয়রা ছাত্রলীগের হাদিউজ্জামান রাসেল। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সকাল ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

এর আগে রোববার বিকেলে উপজেলার বাগালি ইউনিয়ের বাইলহারানিয়া এলাকায় বাতিকাটা খালের উপর নির্মাণাধীন ব্রিজের কাজকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের নেতা মো. হাদিউজ্জামান রাসেলসহ দু’পক্ষের আটজন আহত হন বলে জানান তিনি।

ঘটনার বিবরণ দিতে গিয়ে স্থানীয়রা জানায়, বাইলহারানিয়া গ্রামের আলিম মাদ্রাসার পাশে বাতিকাটা খালের উপর নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ চলাকালে সকাল ১১টার দিকে স্থানীয় হাফিজুর রহমানের তিন ছেলে তুহিন হোসেন (৪০), মিলন (৩০) ও বাবু (৩৭) শ্রমিকদের কাজ বন্ধ করে দেয়। এ নিয়ে উত্তেজনা ছড়ালে এক পর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তা মীমাংসা করে দেন।

এরপর বিকাল ৪টার দিকে কয়রা উপজেলা ছাত্রলীগের নেতা হাদিউজ্জামান রাসেল ঘটনাস্থলে এলে সংঘর্ষ বাধে।