পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

পঞ্চগড়ে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2020, 09:55 AM
Updated : 2 March 2020, 09:55 AM

সোমবার সকালে সদর উপজেলার শিংরোড দেউনিয়াপাড়া গ্রামের এ ঘটায় সাতজনকে আটক করেছে পুলিশ।

নিহত রবিয়াল হোসেন (৩৫) ওই গ্রামের তমিজউদ্দীনের ছেলে।

সদর থানার ওসি আবু আক্কাস আহমদ জানান, দেউনিয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক (৫৫) ও প্রতিবেশী নুর মোস্তফার (৬৫) মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও করে মোস্তফা।

“সোমবার সকালে বিরোধীয় জমিতে নুর মোস্তফা দলবল নিয়ে বেড়া দিতে গেলে আবু বক্কর সিদ্দিক ও তার পরিবারের লোকজন বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে আবু বক্কর সিদ্দিকের ভাই তমিজউদ্দীনের ছেলে রবিয়ালের মাথায় আঘাত পান।”

স্থানীয়রা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে তিনি জানান, এরই মধ্যে নুর মোস্তফা, তার স্ত্রী খুকী বেগম (৫৫) ও ছেলে ফরিদুল ইসলামসহ (১৮) সাতজনকে আটক করা হয়েছে।

“আটক তিনজনসহ হাসপাতালে আটজন হাসপাতালে চিকিৎসাধীন আছে রয়েছেন।