টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের দেলদুয়ারে যৌতুকের জন্য এক নারীকে পিটিয়ে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2020, 08:37 AM
Updated : 2 March 2020, 08:37 AM

সোমবার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন আট বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত আশরাফুল ইসলাম (২৭) দেলদুয়ার উপজেলার গড়াসিন গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে

আদালত পুলিশের ইন্সপেক্টর তানবীর আহাম্মেদ জানান।

মামলার বরাতে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এস আকবর খান বলেন, ২০১২ সালের ১৮ অগাস্ট যৌতুকের দাবিতে আশরাফুল তার স্ত্রী সালেহাকে পিটিয়ে হত্যা করেন।

এ ঘটনার পরদিন সালেহার বাবা আব্দুস সামাদ বাদী হয়ে আশরাফুলকে আসামি করে দেলদুয়ার থানায় মামলা করেন।

পরে পুলিশ আশরাফুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বলে জানান আকবর।