ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালকের সহকারী নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ার পর বাস চালকের সহকারীর প্রাণ গেছে। এ ঘটনায় আরও অন্তত দশজন আহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2020, 08:24 AM
Updated : 2 March 2020, 08:24 AM

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জমিরদিয়া মাস্টারবাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ভালুকা থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান।

নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে না পারলেও তিনি ‘ইমাম ট্রেলওয়েজ পরিবহন’ নামের ওই বাসের চালকের সহকারী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয়ও জানা যায়নি।

ওসি উদ্দিন বলেন, হালুয়াঘাট থেকে ইমাম ট্রেলওয়েজ পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকায় যাচ্ছিল। পথে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটি ট্রাকের পেছনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়।

“এতে ঘটনাস্থলেই বাস চালকের সহকারী নিহত হয়।”

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক বলে ওসি মাইনউদ্দিন জানান।   

তিনি বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। ট্রাক ও বাসটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।