মালয়েশিয়া পাচারকালে ৩৭ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারে অভিযান চালিয়ে সাগরপথে মালয়েশিয়া পাচারচেষ্টার সময় ৩৭ রোহিঙ্গাকে উদ্ধার এবং তিন দালালকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2020, 07:48 AM
Updated : 2 March 2020, 08:02 AM

সোমবার ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজু খাল ব্রিজের রামু অংশের সমুদ্র উপকূলে এ অভিযান চালানো হয় বলে হিমছড়ি পুলিশ ফাঁড়ির এসআই এসএম আতিক উল্লাহ জানান।

আটক তিন দালালের নাম-পরিচয় নিশ্চিত করতে না পরলেও তাদের বাড়ি কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বলে জানিয়েছে পুলিশ।

এসআই বলেন, গোপান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ‘কয়েকজন দালাল’ পালিয়ে যায়। পরে ধাওয়া দিয়ে তিনজনকে আটক এবং নারী ও শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।”

আটক দালালদের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই আতিক জানান।