বগুড়া উপনির্বাচনে দুই মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2020, 03:06 PM
Updated : 1 March 2020, 03:06 PM

রোববার মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ।

এরা হলেন মো. আব্দুল মান্নান মিয়া ও মো. হাফিজুর রহমান।

নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ বলেন, ভোটার তালিকায় দেওয়া স্বাক্ষর অস্বীকার করায় আব্দুল মান্নান মিয়ার এবং স্বাক্ষর অস্বীকার ও হলফনামা সঠিকভাবে পুরণ না করায় হাফিজুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তারা চাইলে তিনদিনের মধ্যে নির্বাচন কমিশনে আপির করতে পারবেন বলে তিনি জানান।

মাহবুব আলম আরও জানান, নয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন; সাত জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এরা হলেন আওয়ামী লীগের সাহাদারা মান্নান, বিএনপির একেএম আহসানুল তৈয়ব জাকির, জাতীয় পার্টির মোকছেদুল আলম, খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম, এনপিপির আব্দুল হাই মন্ডল, পিডিপির মো. রনি ও স্বতন্ত্র ইয়াসির রহমাতুল্লাহ।

এই আসনের সরকার দলীয় সংসদ সদস্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়।