গোপালগঞ্জে গাছে কারের ধাক্কা, সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫

গোপালগঞ্জে গাছে ধাক্কা খেয়ে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2020, 11:36 AM
Updated : 1 March 2020, 03:49 PM

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, রোববার বিকাল সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর গ্রামের বাসিন্দা কাশিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. শহিন আলম (৪০), কাশিপুর গ্রামের মো. ফরিদ আহম্মেদ (৩৮), ফরিদের বন্ধু ও ব্যবসায়ী ফতুল্লার আফাজ নগরের খোকন (৩৭), একই এলাকার মাসুদ (৩৫), নারায়ণগঞ্জ শহরের কোর্ট এলাকার বাসিন্দা মান্নান (৪০)।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী একটি প্রাইভেট কার মুকসুদপুর উপজেলার দিগনগরে দ্রুতগতিতে স্পিড ব্রেকার অতিক্রম করার সময়  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিয়ে সড়কের পাশে পড়ে যায়।

“এ সময় প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িটিতে আগুন ধরে । ঘটনস্থলেই প্রাইভেট কারের তিন যাত্রী  দগ্ধ হয়ে মারা যান।”

ওসি বলেন, কারের আরও দুই যাত্রীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানা হয়। সেখানে তাদের মৃত্যু হয়।

এই কর্মকর্তা জানান আরও জানান, কুয়াকাটা ভ্রমণে এই প্রাইভেট কারের সঙ্গে একটি জীপ ছিল। জীপটি প্রাইভেটকার দুর্ঘটনার অনেক আগেই মাওয়া ঘাটে চলে যায়।

“ধরণা করা হচ্ছে সামনের জীপকে ধরতে প্রাইভেট কারটি দ্রুতগতিতে চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।”