দিনাজপুরে গৃহবধূকে ন্যাড়া করার অভিযোগে গ্রেপ্তার ৪

দিনাজপুরে যৌতুক না দেওয়ায় এক গৃহবধূকে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2020, 09:26 AM
Updated : 1 March 2020, 09:49 AM

কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, শহরের দপ্তরীপাড়ার এ ঘটনায় ওই গৃহবধূর অভিযোগ পেয়ে পুলিশ তার স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ওই এলাকার হাফিজুল ইসলাম, তার ছেলে জনি ইসলাম সুমন, স্ত্রী ও মেয়ে।

ওসি মোজাফ্ফর গৃহবধূর অভিযোগের বরাতে বলেন, গৃহবধূর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করা হয়। তিনি তা দিতে অপারগতা প্রকাশ করায় তার ওপর শারীরিক ও মানষিক নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। শনিবার সকালে তাকে মারধর করার পর শ্বশুরবাড়ির লোকজ তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেন।

পরে গৃহবধূ পালিয়ে থানায় গিয়ে অভিযোগ দেন।

ওসি মোজাফ্ফর বলেন, অভিযোগ পেয় পুলিশ রাতেই তার স্বামী জনিসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গৃহবধূ এখন নীলফামারীতে বাবার বাড়িতে রয়েছেন।