অপরিচ্ছন্ন থাকলেই ফাইন: মেয়র আতিক

মশা মারার ‘বড় চ্যালেঞ্জ’ মোকাবেলায় অপরিচ্ছন্নতার জন্য দায়ীদের জরিমানার করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Feb 2020, 02:34 PM
Updated : 29 Feb 2020, 02:36 PM

শনিবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের দেশে আইন আছে ফাইন নেই।

উন্নত দেশে বাড়িঘর ও আশপাশের এলাকা নোংরা থাকলে ফাইন করা হয় উল্লেখ করে উত্তর সিটি কপোবেশনের যেখানে অপরিচ্ছন্নতা পাওয়া যাবে সেখানেই ফাইন করা হবে বলে হুঁশিয়ার করেন নবনির্বাচিত এই মেয়র।

তিনি বলেন, গত বছরও আমরা ডেঙ্গু মৌসুমে ময়লা আবর্জনা জমিয়ে রাখা বাড়িতে ফাইন করেছিলাম। এবারও এটি অব্যাহত থাকবে।

“মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন-মশা ক্ষুদ্র কিন্তু এর বিরক্তি অনেক বড়। তাই মশকনিয়ন্ত্রণ আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

তিনি তার সব কাউন্সিলরদেরকে সকাল ও বিকাল দুই বেলাই মশা মারার কাজ তদারকির নির্দেশ দিয়েছেন বলে জানান।

আগামী সোমবার থেকেই উত্তরা কর্পোরেশনের কাউন্সিলরদের নিয়ে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মশক নিধনের কার্যক্রম মনিটর করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে বিকাল ৩টায় মেয়র আতিকুল ইসলাম টুঙ্গিপাড়ায় পৌঁছে তিন ধাপে সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।