গোপালগঞ্জে ভাতা বন্ধ মুক্তিযোদ্ধাদের শুনানি

গোপালগঞ্জের ভাতা বন্ধ হওয়া ১৫০ জন মুক্তিযোদ্ধার আবেদনের উপর শুনানি হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2020, 04:03 PM
Updated : 28 Feb 2020, 04:03 PM

শুক্রবার গোপালগঞ্জ সার্কিট হাউসে এ মুক্তিযোদ্ধাদের  শুনানি গ্রহণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শাহজাহান খান। 

গোপালগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে গোপালগঞ্জ সদর উপজেলার ৭৭ জন এবং কাশিয়ানী উপজেলার ৭৩ জনসহ ১৫০ জনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়।

লিখিত অভিযোগের ভিত্তিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এসব মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে এ মুক্তিযোদ্ধারা জেলা সদরে বিভিন্ন কর্মসূচি পালন করেন। তার প্রেক্ষিতে সরকার বিষয়টি তদন্তের জন্য শাহজাহান খানকে প্রধান করে একটি কমিটি গঠন করে। 

সরকার গঠিত তদন্ত কমিটি তদন্ত কাজ হিসেবে এ শুনানি হচ্ছে।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ইউসুফ আলী, সহকারী পরিচালক সোলায়মান কবির, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদরসহ গোপালগঞ্জের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।