সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

সিরাজগঞ্জ সদরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2020, 03:08 PM
Updated : 28 Feb 2020, 03:08 PM

শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

হাফিজুর রহমান (৩৫) সদর উপজেলার কালিয়া হারিপুর ইউপির কল্যাণী গ্রামের বেলাল হোসেনের ছেলে। আর নিহত নুরজাহান খাতুন (২৬) পাশ্ববর্তী চরকল্যাণী গ্রামের নুরেল তালুকদারের মেয়ে।

জেলার সদর থানার এসআই আনিছুর রহমান জানান, গ্রেপ্তার হাফিজুরকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি হয়নি।

“গত বুধবার রাতে তাদের ঘরে হাফিজুর তার দ্বিতীয় স্ত্রী নুরজাহানকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

“বৃহস্পতিবার সকালে ঘরের মধ্যে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে বিকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহতের গলায় কালো দাগ ছিল।”

এ ঘটনায় নিহতের ভাই রাসেল তালুকদার বাদী হয়ে মামলা করলে বৃহস্পতিবার সন্ধ্যায় হাফিজুরকে গ্রেপ্তার করা হয়।

হত্যাকাণ্ডের কারণ হিসাবে আনিছুর বলেন, “প্রথম স্ত্রীকে তালাক দিয়ে হাফিজুর ২০১৬ সালের নভেম্বর মাসে নুরজাহানকে বিয়ে করেন। প্রথম স্ত্রীর দুইটি সন্তান রয়েছে। তারা প্রথম স্ত্রীর কাছেই থাকে।

“ওই সন্তানদের ভরণপোষণ করা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা পাওয়া গেছে।”