পটুয়াখালীতে ‘ঘের দখলে বাধা দেওয়ায়’ হামলায় আহত ৩

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মাছের ‘ঘের দখলে বাধা দেওয়ায়’ হামলা চালিয়ে তিন ভাইকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2020, 07:43 AM
Updated : 28 Feb 2020, 08:20 AM

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবারী-মহিপুর) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মহিবুর রহমান মুহিবের এপিএ তরিকুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন আহতদের স্বজনরা।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুল আলম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কাউয়ার চর এলাকায় হামলার এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহতরা হলেন চরচাপলী এলাকার ঘেরমালিক মাহাবুবুর রহমান হাওলাদালের ছেলে নূর বাহাদুর হাওলাদার, সোহেল হাওলাদার ও জুয়েল হাওলাদার।

পরিদর্শক আলম প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, “নূর বাহাদুর তার দুই ভাই ও লোকজন নিয়ে ঘেরে পানির সেচের কাজ করছিলেন। এ সময় তরিকুলের নেতৃত্বে তাদের কাজ করতে নিষেধ করা হয়।

“কাজ বন্ধ না করায় তাদের ওপর হামলা করা হয়। এতে তিন ভাই আহত হন। তাদের মধ্যে নূর বাহাদুরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এর আগে তরিকুলের নেতৃত্বে তার লোকজন ওই ঘের থেকে মাছ ও কাঁকড়া লুট করে নিয়ে যায় বলেও স্বজনরা অভিযোগ করেছেন।

তবে তরিকুল সব অভিযোগ অস্বীকারে করেছেন।

তরিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই। মাছ ও কাঁকড়া লুটের সঙ্গেও আমি জড়িত না। আমি ওই ঘেরে কোনো দিন যাইনি।”