বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র বহিষ্কার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করার ঘটনায় দুই ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2020, 05:56 PM
Updated : 27 Feb 2020, 05:56 PM

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর ড. সুব্রত কুমার দাস। ‌

তি‌নি জানান, মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের চার শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়। রাতে ওই হলের আরেক বাসিন্দাকে মারধর করা হয়।

“প্রাথমিক তদন্তে হামলা ও মারধরের ঘটনার সাথে বাংলা বিভা‌গের ছাত্র তাহা‌মিদ জাহান না‌ভিদ এবং ভূতত্ত্ব ও খ‌নি‌বিদ্যা বিভা‌গের আল সামাদ শান্তর সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই তাদের দুই জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

প্রক্টর আরো জানান, ঘটনা তদন্তে শিক্ষক সমিতির সম্পাদক পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. খোরশেদ আলমকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন-শের-ই বাংলা হলের আবাসিক শিক্ষক সাদমান শাকিব বিন রহমান ও সহকারী প্রক্টর সুপ্রভাত হালদার।

আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।