সিরাজগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2020 02:46 PM BdST Updated: 27 Feb 2020 02:46 PM BdST
সিরাজগঞ্জ সদর উপজেলায় কিশোরীকে দলবেঁধে ধর্ষণের দায়ে ছয়জনের যাবজ্জীবন দিয়েছে আদালত।
সিরাজগঞ্জের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইবুন্যাল ১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করেছে আদালত। এ টাকা সাজাপ্রাপ্তদের সম্পত্তি বিক্রি করে কিশোরীকে দেওয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশও দিয়েছে আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন সদর উপজেলার পাড়পাঁচিল গ্রামের মোজাহার আলীর ছেলে মো. রাসেল ওরফে রবিউল (২৫), একই গ্রামের সুলতান মিয়ার ছেলে নাজমুল (২৪), নুরু ওরফে নুর ইসলাম (২৬), আলতাফ মিয়ার ছেলে মোমিন (৩৪), ভাটপিয়ারী গ্রামের ময়দান আলীর ছেলে সোহেল (২৬) ও একই গ্রামের দানেজ আলীর ছেলে রাজ্জাক (৪৪)।
রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত থাকলেও সোহেল ও মোমিন পলাতক রয়েছেন।
ওই আদালতের পিপি শেখ আব্দুল হামিদ লাভলু মামলার নথির বরাতে জানান, ১৮ বছর বয়সী এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে যমুনা নদীর ভাটপিয়ার চরে যেতে বলেছিলেন রাসেল। ২০১৬ সালের ২০ এপ্রিল সেখানে গেলে রাসেল ও তার বন্ধুরা তাকে ধর্ষণ করেন। কিশোরী জ্ঞান হারালে তারা তাকে আখক্ষেতে ফেলে পালিয়ে যান। পরে তার জ্ঞান ফেরে। বাড়ি ফেরার পথে আরেকজন তাকে ধর্ষণ করে। পরে কিশোরীর ফোন পেয়ে স্বজনরা উদ্ধার করে। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় কিশোরীর ভাই সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
পিপি হামিদ বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ছয় আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দিয়েছে। পলাতক দুই আসামি আটকের দিন থেকে তাদের সাজা শুরু হবে।
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
কুমিল্লায় কাউন্সিলরের বিরুদ্ধে হত্যা মামলা
-
ফুলবাড়ী সীমান্তে নদীতে নিখোঁজ ২ শিশুর লাশ পেল বিএসএফ
-
রূপগঞ্জে ২ স্কুলছাত্রীকে পিটুনি: শিক্ষক বরখাস্ত, তদন্তে কমিটি
-
বিলাইছড়ি হত্যাকাণ্ড: পাড়াছাড়া মানুষদের নিরাপত্তা দাবি, হুমকির অভিযোগ
-
সিলেটে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
-
নোয়াখালীতে বিআরটিসি বাস চালুর একদিনেই বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
ফুলবাড়ী সীমান্তে নদীতে নিখোঁজ ২ শিশুর লাশ পেল বিএসএফ
-
কুমিল্লায় কাউন্সিলরের বিরুদ্ধে হত্যা মামলা
-
ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনার ভাঙন, বিলীন ‘২৫’ ঘর-বাড়ি
-
রূপগঞ্জে ২ স্কুলছাত্রীকে পিটুনি: শিক্ষক বরখাস্ত, তদন্তে কমিটি
-
নোয়াখালীতে বিআরটিসি বাস চালুর একদিনেই বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে