নারায়ণগঞ্জে তাবলীগ জামাতের ২ পক্ষের সংঘর্ষ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তাবলীগ জামাতের মওলানা সাদ ও মওলানা জোবায়ের পক্ষের সংঘর্ষ হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2020, 04:59 AM
Updated : 27 Feb 2020, 04:59 AM

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সাদ ও জোবায়ের পক্ষের লোকজনের মধ্যে মতবিরোধ রয়েছে। এর জেরে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে পুলিশের ভাষ্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় একটি পক্ষের সদস্যরা বিশ্বরোড জামে মসজিদে আলোচনা করছিলেন। সেখানে গিয়ে অন্য পক্ষের সদস্যরা আলোচনায় বাধা দেন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

ওসি মাহমুদুল বলেন, মওলানা সাদ ও মওলানা জোবায়ের পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়েছে। মসজিদে ইটপাটকেল ছুড়েছে অনেকে। এতে মসজিদের জানালার কিছু কাচ ভেঙে গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ধাওয়া দিলে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়।

ওসি জানান, সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তারা নিজেরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।