রাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন তার বিভাগের ছাত্রীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2020, 12:02 PM
Updated : 26 Feb 2020, 12:02 PM

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি নিপীড়ন নিরোধ সেলে এ অভিযোগ তুলে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন তারা।

অভিযোগ ওঠা শিক্ষক চারুকলা অনুষদভুক্ত গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন নিরোধ সেলের সদস্য সচিব ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু বলেন, “চারুকলা অনুষদের ছাত্রীদের অভিযোগপত্র পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাইয়ের কাজ শুরু হবে।”

ছাত্রীরা অভিযোগপত্রে উল্লেখ করেন, ‘বিভাগের শিক্ষক অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরী বিভিন্নভাবে যৌন হয়রানি ও মানুষিকভাবে উত্তক্তের শিকার হই। যার কারণে আমরা মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়েছি।’

অভিযোগপত্রে ওই শিক্ষকের বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রীরা আরও বলেন, “নানা রকম ইঙ্গিতপূর্ণ ও অশালীন কথাবার্তা বলেন। অনেক সময় সবার সামনে গায়ে হাত দেন। অন্য নারী শিক্ষকদের ব্যক্তিগত বিষয় নিয়ে অশালীন মন্তব্য করেন।”

অভিযুক্ত অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরীর কাছে জানতে ফোন দেওয়া হলে তার যোগাযোগ নম্বর বন্ধ পাওয়া যায়।

বিষয়টি সম্পর্কে শুনেছেন বলে জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর তালুকদার।