ভাতিজা হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাকে ছুরিকাঘাত করে হত্যার দায়ে চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2020, 10:37 AM
Updated : 26 Feb 2020, 10:41 AM

বুধবার ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত নূরে আমের (৬০) বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার মহজমপুর পূর্বপাড়ায়।

মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক তাকে দশ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদুল ইসলাম বলেন, জমি নিয়ে নূরে আলম ও তার ভাই আশরাফুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এর জেরে ২০১৬ সালের ৩০ অক্টোবর বাড়ি থেকে শহরে যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে নূরে আলম তার ভাইয়ের ছেলে মঈন উদ্দিনের বুকে ছুরিকাঘাত করে হত্যা করেন।  

এ ঘটনায় নিহতের মা পারভিন আক্তার বাদী হয়ে নূরে আলমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।